সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহ :
“সমন্বিত শিক্ষাতথ্য বাস্তবায়ন এবং যুগোপযোগী আই.সি.টি প্রশিক্ষিত দক্ষ মানব সম্পদ উন্নয়ন” এ ভিশন নিয়ে উপজেলা আই.সি.টি. ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (UITRCE) কাজ করে যাচ্ছে।
পরিসংখ্যান ডাটা সংগ্রহ: UITRCE, বিয়ানীবাজার, সিলেট গত ২০১৬, ২০১৭ ও ২০১৮ সনে ব্যানবেইস কর্তৃক পরিচালিত অনলাইন জরিপের মাধ্যমে প্রতিবছর বিয়ানীবাজার উপজেলার প্রায় ৬৫ টি পোস্ট প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপের প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ যথাসময়ে সম্পন্ন করে। এছাড়া এই ৬৫ টি পোস্ট প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানের GISএর ডাটা হালনাগাদকরণ সম্পন্ন করেছে। মাধ্যমিক পর্যায়ের (৬ষ্ঠ-১০ম) ৪৯টি শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের তথ্য যথাসময়ে হালনাগাদের কাজও প্রতিবছর করে থাকে।
আইসিটি বিষয়ক প্রশিক্ষণ: গত তিন বছরে UITRCE, বিয়ানীবাজার, সিলেট এ প্রাথমিকোত্তর স্তরের ৯৩৫ জন শিক্ষককে ১৫ দিনব্যাপী বেসিক আই.সি.টি. বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে। ২০১৮-২০১৯ অর্থবছরে নতুন করে “কম্পিউটার হার্ডওয়ার মেন্টেইনেন্স, ট্রাবলশুটিং ও নেটওয়ার্কিং” মডিউলে ৪৮ জন শিক্ষককে ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়েছে।
ই-সেবা: UITRCE, বিয়ানীবাজার, সিলেট গত ২০১৬, ২০১৭ ও ২০১৮ সনে ১৫০ জন শিক্ষক ও শিক্ষার্থীকে লোকাল সাইবার সেন্টারের মাধ্যমে বিনামূল্যে বিভিন্ন ধরণের ই-সেবা প্রদান করে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS